এশিয়ান কাপে খেলতে যে সমীকরণে বাংলাদেশ

এশিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচটা বাংলাদেশের ফুটবল ভক্তদের অনেকদিন হতাশায় রাখবে। হংকংয়ের বিপক্ষে শেষ সময়ের রোমাঞ্চে ৪-৩ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছিল হামজা চৌধুরীদের। সেই ম্যাচের একটা পয়েন্ট এশিয়ান কাপে খেলার সমীকরণ অনেকটাই সহজ করতে পারতো বাংলাদেশের জন্য। 

অবশ্য এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা একেবারে শেষ হয়ে যায়নি।

এখনো হিসাবের খাতায় বেঁচে আছে বাংলাদেশের স্বপ্ন।

‘সি’ গ্রুপে এখন তলানিতে বাংলাদেশ, পয়েন্ট মাত্র ১। সামনে তিনটি ম্যাচ—আর তিনটিতেই জিততে হবে, তাহলেই ১০ পয়েন্টে গিয়ে ঠেকবে দলের অবস্থান। কিন্তু তাতেও নিশ্চিন্ত হওয়া যাবে না।

কারণ, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর ফলাফলের দিকেও।

আপাতত ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হংকং। মূল পর্বের টিকিট পেতে হলে বাংলাদেশকে শুধু নিজেদের ম্যাচ জেতাই নয়, প্রার্থনা করতে হবে হংকংয়ের ব্যর্থতারও। সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে যেন জয় না পায় হংকং এটাই এখন বাংলাদেশ সমর্থকদের প্রার্থনা।

অন্যদিকে, ভারতকে হারানো ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। সেই ম্যাচে জয় পেলে অনেকটাই পরিষ্কার হবে হিসাবের খাতা। তবে সিঙ্গাপুরও হয়ে উঠতে পারে বড় বাধা—তাদের যেন ১০ পয়েন্ট ছোঁয়া না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

সব মিলিয়ে বাংলাদেশের সামনে পথটা স্পষ্ট—বাকি তিন ম্যাচেই জিততে হবে, সঙ্গে হংকং ও সিঙ্গাপুরের হোঁচট খাওয়ার প্রার্থনা করতে হবে। সমীকরণ কঠিন, কিন্তু ফুটবলে কিছুই অসম্ভব নয়।

2 thoughts on “এশিয়ান কাপে খেলতে যে সমীকরণে বাংলাদেশ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top