রাশিয়ার তেল কেনা বন্ধ করল চীনের রাষ্ট্রীয় একাধিক তেল কোম্পানি রাশিয়ার তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর চীনের পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি ও ঝেনহুয়া অয়েল আপাতত রুশ তেল কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন নিষেধাজ্ঞার জেরে সমুদ্রপথে রুশ তেল কেনা আপাতত বন্ধ করেছে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো। বৃহস্পতিবার একাধিক বাণিজ্যিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছে। তারা জানায়, চীনের জাতীয় তেল কোম্পানি পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি ও ঝেনহুয়া অয়েল সাময়িকভাবে সমুদ্রপথে রাশিয়ার তেল কেনা বন্ধ রাখবে। নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে কোম্পানিগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে তেল কোম্পানিগুলো তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি বা প্রতিক্রিয়া জানায়নি। চীনের এই সিদ্ধান্ত এমন সময় এল, যখন সমুদ্রপথে রাশিয়ার তেলের আরেক বড় ক্রেতা দেশ ভারতও ক্রেমলিনের ইউক্রেইন আগ্রাসনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা মেনে নিয়ে অশোধিত রুশ তেল আমদানি উল্লেখযোগ্য পরিমাণে কমানোর পথে হাঁটছে। ফলে রাশিয়ার তেলের দুই প্রধান ক্রেতা দেশের চাহিদায় এই বড় ধরনের ধস মস্কোর তেল রাজস্বকে চাপে ফেলবে এবং বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক কোম্পানিগুলো বিকল্প খুঁজতে বাধ্য হবে। এতে দামও বেড়ে যাবে। চীন সাধারণত প্রতিদিন সমুদ্রপথে প্রায় ১৪ লাখ ব্যারেল রুশ তেল আমদানি করে। এর বেশিরভাগই ছোট স্বাধীন শোধনাগার বা ‘টি-পট’ নামে পরিচিত কোম্পানিগুলো কেনে। যদিও রাষ্ট্রীয় শোধনাগারগুলো মধ্যে আনুমানিক হিসাবে তেল কেনার ক্ষেত্রে অনেকটাই বেশকম আছে। ভর্টেক্সা অ্যানালিটিকসের হিসেবমতে, ২০২৫ সালের প্রথম নয় মাসে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর রুশ তেল কেনা দৈনিক ২ লাখ ৫০ হাজার ব্যারেলের নিচে ছিল। অন্যদিকে, লন্ডন ভিত্তিক বাজার বিশ্লেষণ কোম্পানি এনার্জি অ্যাসপেক্টস বলছে, তা ছিল ৫ লাখ ব্যারেল পর্যন্ত। সিনোপেকের বাণিজ্য শাখা ইউনিপেক গত সপ্তাহেই রসনেফট ও লুকোইল থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রসনেফট এবং লুকঅয়েল তাদের বেশিরভাগ তেল মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বিক্রি করে। সরাসরি ক্রেতাদের সঙ্গে লেনদেনের মাধ্যমে নয়। স্বাধীন চীনা তেল পরিশোধনাগারগুলো নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়নের জন্য সাময়িকভাবে তেল কেনা বন্ধ রাখতে পারে। তবে এরপরও তারা রাশিয়ার তেল কেনার সুযোগ খুঁজবে বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী




good
what wse a very nice
আমাদের দেওয়া হোক তেল কম দামে